Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

(১) ভরাট হয়ে যাওয়া খাল ও পুকুর পুনঃখননের মাধ্যমে ভূ-পরিস্থ পানির রিজার্ভার তৈরী ও জমির পানির নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং ফসল রক্ষা বাঁধ, বড়, মাঝারী ও ছোট সেচ অবকাঠামো নির্মাণ করে সেচযন্ত্র পরিচালনার মাধ্যমে ২৫০০ হেক্টর জমি সেচের আওতায় এনে ১০০০০ মেট্রিক টন খাদ্য শস্য ও শাক সবজি উৎপাদন করা।

(২) ১৫ টি সৌরচালিত এলএলপি স্থাপন এবং পুনঃখননকৃত খাল, পুকুর ও ফসল রক্ষা বাঁধে তাল, খেজুর, নিম, অর্জুন, হরিতকি ও নারিকেল চারা রোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

(৩) ভূ-গর্ভস্থ পানির সর্বোচ্চ ব্যবহার ও অপচয় রোধে ২ কিউসেক এলএলপির জন্য ২০ কি.মি., ১ কিউসেক এলএলপির (সোলার পাম্প সহ) জন্য ২৭ কি.মি. নির্মাণ করে ৮৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ পূর্বক অতিরিক্ত ৩৪০০ মেট্রিক টন খাদ্য শস্য ও শাকসবজি উৎপাদন করা।

(৪) ৭০০ জন ফিল্ডম্যান/ম্যানেজার/অপারেটর/কৃষককে সেচ যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ ও সেচ দক্ষতা অর্জনের মাধ্যমে আত্নকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দারিদ্র বিমোচন করা।